সকালেই জারি হলুদ সতর্কতা! দুর্যোগ চলবে ৩ দিন

আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গের জেলাগুলিও। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।

author-image
Pallabi Sanyal
New Update
weathe

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : ঘনিয়ে আসছে দুর্যোগ! মোচা পর্ব মিটতেই ফের দুর্ভোগের আশঙ্কা। জারি হলুদ সতর্কতা। উত্তর ২৪ পরগণা জেলার জন্য হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। তবে আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গের জেলাগুলিও। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ মেঘলা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখা মিললেও তেজ কম। তবে, বজায় রয়েছে আদ্রতাজনিত অস্বস্তি। 

উল্লেখ্য, যে দাবদাহে পুড়ছে গোটা বাংলা, তাতে বৃষ্টির অপেক্ষায় রাজ্যবাসী। চলতি সপ্তাহে জেলাগুলিতে ঝড়-বৃষ্টি হলেও রাতের কলকাতা পেয়েছে শুধুই ঠান্ডা হাওয়া। ঝড়-বৃষ্টি হলেও তা পর্যাপ্ত নয়। ফলে, আবহাওয়ার পূর্বাভাসে স্বস্তি ফিরতে চলেছে বলেই মনে করছে শহরবাসী।