কলকাতা ও পাশ্ববর্তী অঞ্চলে দফায়-দফায় বৃষ্টি চলছেই

নিম্নচাপের ফলে কলকাতা ও পাশ্ববর্তী অঞ্চলে দফায়-দফায় বৃষ্টি চলছেই৷ আর তাতেই বাড়ছে বন্যার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷৷

আগামী দু’ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি

আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে বলা হয়েছে, আগামী দু’ঘণ্টায় হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি

কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি চলছে কয়েকদিন ধরেই৷ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে৷ জেলায়-জেলায় পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে সতর্ক করেছেন প্রশাসন৷