/anm-bengali/media/media_files/RHMvWFx1UDgoBxarW9la.jpg)
নিজস্ব সংবাদদাতা: বৃষ্টি কোথায়? সবার মুখে মুখে এখন এই একটাই প্রশ্ন। বিগত কয়েকদিন ধরে জোরালো বৃষ্টির সাক্ষী থেকেছিলেন দক্ষিণবঙ্গের মানুষ। তবে হঠাত্ করেই কর্পূরের মতো যেন হাওয়া হয়ে গেল বৃষ্টি। হু হু করার বাড়ছে উষ্ণতার পারদ। আকাশে মেঘ থাকলেও তা স্বস্তির বদলে অস্বস্তিই দিচ্ছে একপ্রকার।
এবার আলিপুর আবহাওয়া দফতর বলছে যে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার দরুণ আগামীকাল অর্থাত্ শুক্রবার অবধি পারদ উর্ধ্বমুখী থাকবে। যদিও চিন্তার কিছু নেই কারণ শনিবার থেকে নতুন করে পাল্টি খাবে আবহাওয়া। হ্যাঁ এমনই পূর্বাভাস জারি করেছে আলিপুর হাওয়া অফিস। মূলত জানা গেছে যে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর আবার একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। আর এর দাপটে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নতুন করে বৃষ্টির দাপট বেড়ে যেতে পারে। এটি নাকি খুব শীঘ্রই তৈরি হতে পারে। অন্যদিকে আগামী ৩০ সেপ্টেম্বর এক গভীর নিম্নচাপের আশঙ্কাও রয়েছে। ফলে এই নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া দাপটে রাজ্যবাসীর প্রাণ ওষ্ঠাগত হয়ে যেতে পারে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us