আমরা বিশ্বের সবচেয়ে তরুণ দেশ- এ কি বললেন রাজনাথ সিং?

‘যুবশক্তি ভারতের ভবিষ্যৎ নির্মাতা’ — রাজ্যপাল সি.ভি. আনন্দ বোস।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-08-14 10.15.31 PM

নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি.ভি. আনন্দ বোস বলেছেন, “আমরা বিশ্বের সবচেয়ে তরুণ দেশ। এই জনমিতিক সুবিধাকে কাজে লাগাতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীতিগুলি এই দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং নিশ্চিতভাবেই ভারত, দক্ষতা উন্নয়ন ও স্টার্ট-আপের মাধ্যমে, বিশ্বের অন্যতম সমৃদ্ধ দেশ হিসেবে উঠে আসবে।”

Screenshot 2025-08-14 10.15.31 PM

বুধবার কলকাতায় সাংবাদিকদের সামনে তিনি আরও বলেন, “যুবসমাজ অতীতের প্রাণী নয়, বা বর্তমানের কেবল রক্ষকও নয়—তারা ভবিষ্যতের স্রষ্টা।” রাজ্যপালের মতে, দেশের যুবসমাজকে সঠিক প্রশিক্ষণ, প্রযুক্তি ও উদ্যোক্তা সুযোগ দেওয়া গেলে ভারত অর্থনৈতিক ও সামাজিক উভয় ক্ষেত্রেই নতুন উচ্চতায় পৌঁছাবে। তিনি যুবশক্তিকে দেশের উন্নয়নের প্রধান চালিকাশক্তি হিসেবে অভিহিত করেন।