New Update
/anm-bengali/media/media_files/2025/11/27/whatsapp-image-2025-11-26-at-163623-2025-11-27-00-16-19.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: আজ ধানধান্য এক্সপ্রেস ট্রেনে সাধারণ যাত্রীর মতো সফর করে নজির গড়লেন রাজ্যের রাজ্যপাল। টিকিট চেকার সুকুমার বেরা যখন তাঁর কাছে টিকিট চান, তখন রাজ্যপাল বিনা দ্বিধায় টিকিট প্রদর্শন করে জানান এক অনন্য বার্তা।
রাজ্যপাল বলেন, “আমি আজ সাধারণ মানুষের মতো ভ্রমণ করছি। আমি চাই মানুষ আমাকে তাদেরই মতো দেখুক। আমি রাজ্যপাল হলেও একজন নাগরিকও বটে। সাধারণ মানুষের সমস্যা বুঝতে চাই কাছ থেকে”।
/anm-bengali/media/post_attachments/a6407965-824.png)
টিটি সুকুমার বেরা রাজ্যপালের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “অত্যন্ত অনন্য অভিজ্ঞতা। রাজ্যপালের এই বিনয় সত্যিই প্রশংসনীয়”।
রাজ্যপালের এই আচরণ প্রমাণ করে, তিনি শুধু পদে নয়, মনেও ‘সাধারণের রাজ্যপাল’— যিনি মানুষের জীবনের বাস্তব অভিজ্ঞতা জানতে ও বুঝতে চান কাছ থেকে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us