/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুরে ভিন রাজ্যের বাসিন্দা এক মেডিক্যাল কলেজের ছাত্রীর উপর গণধর্ষণের ঘটনায় রাজ্যজুড়ে তীব্র চাঞ্চল্য। রাজনীতির অঙ্গন থেকে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে সর্বত্র। এবার এই ঘটনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
সোমবার দুপুর আড়াইটে নাগাদ হাওড়া স্টেশন থেকে গাড়িতে করে দুর্গাপুরের উদ্দেশে রওনা দেন রাজ্যপাল। সেখানে গিয়ে তিনি সরাসরি নির্যাতিতার সঙ্গে দেখা করবেন বলে জানা গেছে।
স্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন, “ঘটনা সম্পর্কে খোঁজখবর নিয়েছি। যাঁরা এই কাজ করেছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে”।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/hKHt9OkEP1fcLP34Qtvw.jpg)
তিনি আরও জানান, “আগে আমি গিয়ে নির্যাতিতার সঙ্গে কথা বলব। তার আগে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনও মন্তব্য করব না”।
সূত্রের খবর, রাজ্যপাল দুর্গাপুরে পৌঁছে হাসপাতাল বা মেডিক্যাল কলেজে গিয়ে নির্যাতিতার শারীরিক ও মানসিক অবস্থার খোঁজ নেবেন। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে কথা বলবেন তদন্তের অগ্রগতি নিয়ে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us