১লা সেপ্টেম্বর থেকে ফের শুরু হচ্ছে বিধানসভা অধিবেশন

সেপ্টেম্বরের ১, ২ ও ৪ তারিখ তিনদিনের জন্য অধিবেশন চলবে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
West_Bengal_State_Legislative_Assembly.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ভিনরাজ্যে বাঙালিদের উপর অত্যাচার থেকে শুরু করে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) এবং অপরাজিতা বিল ফেরত পাঠানো— একাধিক ইস্যুতে প্রস্তাব আনার লক্ষ্যে আগামী মাসে বিশেষ অধিবেশন বসছে রাজ্যের বিধানসভায়। সূত্রের খবর, সেপ্টেম্বরের ১, ২ ও ৪ তারিখ তিনদিনের জন্য অধিবেশন চলবে।

প্রধান ইস্যু হতে চলেছে ‘বাঙালি হেনস্তা’ নিয়ে নিন্দাপ্রস্তাব। সম্প্রতি ভিনরাজ্যে বাংলার শ্রমিক ও পরিযায়ীদের উপর লাগাতার অত্যাচারের অভিযোগ উঠেছে। বাংলায় কথা বললেই তাঁদের ‘বাংলাদেশি’ তকমা দেওয়া হচ্ছে, এমনকি সন্দেহের বশে ‘পুশব্যাক’-এর ঘটনাও ঘটছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ীদের পাশে দাঁড়াতে ইতিমধ্যেই ঘোষণা করেছেন ‘শ্রমশ্রী’ প্রকল্প— যার আওতায় রাজ্যে ফিরে আসা শ্রমিকরা একবছর পর্যন্ত মাসে ৫ হাজার টাকা করে সাহায্য পাবেন। এবার এই বিষয়টি নিয়েই বিধানসভায় প্রস্তাব আনা হবে।

kolkata assembly .jpg

শুধু বাঙালি ইস্যুই নয়, এই অধিবেশনে আলোচনায় আসতে পারে আরও একাধিক গুরুত্বপূর্ণ বিষয়। এর মধ্যে রয়েছে – SIR এর বিরোধিতা, অপরাজিতা বিল। ১, ২ ও ৪ সেপ্টেম্বর অধিবেশন চলবে। তবে ৩ সেপ্টেম্বর করমপুজোর জন্য সরকারি ছুটি থাকায় সেদিন অধিবেশন হবে না।

সবমিলিয়ে, পুজোর আগে একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে সরব হতে চলেছে বিধানসভা।