বিধানসভার ভিতর হাতাহাতি, টানতে টানতে বের করে দেওয়া হল শঙ্কর ঘোষকে

বিধানসভা কক্ষে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
West_Bengal_State_Legislative_Assembly.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: সপ্তাহের শুরুতেই বিধানসভায় উত্তেজনার পারদ চড়ল চরমে। সোমবার অধিবেশনের মধ্যেই এক ঝটকায় চার বিজেপি বিধায়ককে সাসপেন্ড করলেন অধ্যক্ষ। বিধানসভা সূত্রে খবর, অগ্নিমিত্রা পাল, শঙ্কর ঘোষ, দীপক বর্মন ও মনোজ ওঁরাকে চলতি অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়েছে।

সোমবার অধিবেশন চলাকালীন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী প্রশ্ন তোলেন যে, কেন তাঁদের বক্তৃতা এক্সপাঞ্জ বা কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়েছে। এর পাল্টা জবাবে রাজ্যের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, এটি অধ্যক্ষের সিদ্ধান্তেই হয়েছে।

এর পরই ক্ষোভে ফেটে পড়েন বিজেপি বিধায়করা। তাঁরা স্লোগান দিতে থাকেন, কাগজ ছিঁড়ে প্রতিবাদ করেন, এবং বিধানসভা কক্ষে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। পাল্টা স্লোগানে অংশ নেন শাসক দলের তৃণমূল বিধায়করাও।

অবস্থা বেগতিক দেখে উঠে দাঁড়ান অধ্যক্ষ। তিনি সবার কাছে সংযত আচরণের আবেদন করেন এবং জানান, নিয়ম না মানলে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু প্রতিবাদ না থামায় তিনি চার বিজেপি বিধায়ককে সাসপেন্ড করার নির্দেশ দেন। এরপর মার্শাল এসে তাঁদের সভাকক্ষ থেকে টেনে হিঁচড়ে বের করে দেয়।

উল্লেখযোগ্যভাবে, বিজেপি বিধায়ক মনোজ ওঁরাও গত সপ্তাহেও সাসপেন্ড হয়েছিলেন, তখনও অধিবেশনে উত্তেজনা ছড়িয়েছিল। এবার ফের এক সপ্তাহের ব্যবধানে তিনি আবার সাসপেন্ড হলেন। আর এবার সম্পূর্ণ সেশনের জন্যেই সাসপেন্ড করা হল এই চার বিজেপি বিধায়ককে।