ভোটে বুথ বাড়ানোর নয়া পরিকল্পনা, বহুতল–বস্তি–নতুন টাউনশিপে তৈরি হবে কেন্দ্র

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে চিঠিও পাঠানো হয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
1974062-sir

File Picture

নিজস্ব সংবাদদাতা: রাজ্যে পুরোদমে চলছে এসআইআর প্রক্রিয়া। তার মধ্যেই ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা বাড়াতে বড়সড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। ভোটের হার বাড়ানো এবং ভোটদানের প্রক্রিয়াকে আরও সহজ করতে এবার বহুতল আবাসন, বস্তি অঞ্চল, গেটেড কমপ্লেক্স ও নতুন টাউনশিপে বুথ তৈরির নির্দেশ জারি করেছে কমিশন। এই মর্মে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে চিঠিও পাঠানো হয়েছে।

কমিশন স্পষ্ট জানিয়েছে, বিশেষ নিবিড় সংশোধনের (SIR) ফলে ভোটারের সংখ্যা বৃদ্ধি হলে সেই অনুযায়ী নতুন বুথ তৈরি বাধ্যতামূলক। বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখে কোন এলাকায় পরিকাঠামো গড়ে তোলা সম্ভব, তা নির্ধারণ করতে হবে প্রশাসনকে।

এই সিদ্ধান্ত ঘিরেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বহুতলে ভোটকেন্দ্র তৈরির প্রস্তাবে আপত্তি জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। তাদের প্রশ্ন—বহুতলে বুথ করা হলে নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় থাকবে কীভাবে?

sir voter list

প্রতিবাদে পাল্টা সুর বিজেপির। তাদের অভিযোগ, বহুতলে বুথ হলে ‘রিগিং’-এর সুযোগ কমে যাবে বলেই আপত্তি তুলছে শাসকদল। এ নিয়ে দুই পক্ষের তরফে তীব্র পাল্টাপাল্টি মন্তব্য অব্যাহত।

এদিকে কমিশনের চিঠিতে স্পষ্ট নির্দেশ—ভোটারের সুবিধাকেই অগ্রাধিকার দিতে হবে। ফলে রাজনৈতিক বিতর্ক থেমে যাক বা চলুক, প্রশাসনকে বুথ বাড়ানোর কাজ শুরু করতেই হবে।

উল্লেখ্য, বর্তমানে রাজ্যে বুথের সংখ্যা ৮০ হাজারের কিছু বেশি। আগাম নির্বাচনে সেই সংখ্যা এক ধাক্কায় বাড়তে পারে প্রায় ১৪ হাজার। ফলে ২৯৪টি বিধানসভা জুড়ে বুথের সংখ্যা ছুঁতে পারে ৯৪ হাজারের ঘর।

এখন দেখার, কমিশনের এই নয়া নির্দেশ বাস্তবায়নে কীভাবে প্রস্তুতি নেয় রাজ্য এবং কতটা বদলায় ভোটের অভিজ্ঞতা।