New Update
/anm-bengali/media/media_files/XRQ4SzkVry0LKz8o5e1J.png)
অর্থনীতিবিদ অমর্ত্য সেন
নিজস্ব সংবাদদাতা: জমি বিতর্ক থামছেই না। বিশ্বভারতী (Visva Bharati University) ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের (Amartya Sen) জমি বিবাদ বিতর্ক এবার অন্যদিকে মোড় নিলো। অমর্ত্য সেনের বিরুদ্ধে ‘কড়া পদক্ষেপ’ নেবে বিশ্বভারতী কারণ তিনি বিশ্বভারতীর শুনানিতে উপস্থিত ছিলেন না। ১৯ তারিখ বেলা ১২টা নাগাদ ১৯৭১ সালের দখলদার উচ্ছেদ আইন অনুযায়ী ‘পদক্ষেপ’ নিতে চলেছে বিশ্বভারতী। অমর্ত্য সেনের আইনজীবীকে ইমেলে নোটিশ (Official Notice) পাঠানো হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us