বিশ্বভারতীর বাফার জোনে অনুমতি মিলল রেস্তোরাঁ নির্মাণের! হেরিটেজ তকমা হারানোর আশঙ্কা শান্তিনিকেতন ট্রাস্টের

বিশ্বভারতীর বাফার জোনে মিলল রেস্তোরাঁ নির্মাণের অনুমতি।

author-image
Jaita Chowdhury
New Update
IOKJHGBVC

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: ওয়ার্ল্ড হেরিটেজের বাফার জোনে মিলল রেস্তোরাঁ নির্মাণের অনুমতি। যার ফলে 'হেরিটেজ' তকমা হারানোর আশঙ্কা সামনে এল। এই নিয়ে বীরভূম জেলা শাসককে চিঠি দিল শান্তিনিকেতন ট্রাস্ট। নির্মাণের ঠিক পাশেই রয়েছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের নামে ট্রাস্টের জায়গা। আবার, দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের বাড়ির কাছে এই নির্মাণের পাশেই রয়েছে বিশ্বভারতীর ছাত্রাবাস থেকে ক্যাম্পাস। এই রকম একটি জায়গায় কিভাবে বিলাশবহুল রেস্তোরাঁ নির্মাণের অনুমতি মিলল? বোলপুর পুরসভার এই কাজে প্রশ্ন তুলল বিশ্বভারতী।

IUYFGXCHJN
ফাইল চিত্র