New Update
/anm-bengali/media/media_files/2025/04/30/ACuXXBmkCdmetrWmMwII.jpg)
নিজস্ব সংবাদদাতা : এবার বড়বাজারের বিধ্বংসী আগুন লাগার ঘটনা সম্পর্কে নিজের অভিজ্ঞতার কথা শোনালেন এক প্রত্যক্ষদর্শী নেহা আগরওয়াল। তিনি বলেন,''ওইদিন হঠাৎ করে কি হল আমরা কিছুই বুঝে উঠতে পারিনি। আমায় নীচে থেকে আমার ভাইপো ফোন করে নীচে আসতে বললো। বাইরে বেরিয়ে দেখি সব জায়গা ধোঁয়ায় ভরে রয়েছে। আমাদের শ্বাসকষ্ট হতে শুরু করেছিল। এরপর আমরা রুম থেকে বেরোতেই পারিনি। পরে ফায়ার ব্রিগেড এসে আমাদের উদ্ধার করে। ওই হোটেলে কোনও ব্যবস্থাই ছিল না।''
এরপর তিনি বলেন,''আমি এখানে আমার পরিবারের সাথে ঘুরতে এসেছিলাম। এরকম হবে জানলে কখনোই আসতাম না।''
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us