এবার বাংলা থেকে একাধিক রুটে বন্দে ভারত

বন্দে ভারত নিয়ে এবার বাংলার জন্য় বড় সুখবর। উত্তরবঙ্গগামী বন্দে ভারত যায়। কিন্তু এবার বাংলা থেকে একাধিক রুটে বন্দে ভারত। আরামদায়ক সেমি হাই স্পিড ট্রেনে যারা চড়তে চান তাঁদের জন্য নিঃসন্দেহে সুখবর।

সম্ভাব্য রুটের কথা জানা গিয়েছে

কিছু সম্ভাব্য রুটের কথা জানা গিয়েছে। মনে করা হচ্ছে, হাওড়া-নয়াদিল্লি, পাটনা-নয়াদিল্লি, মুম্বই-নয়াদিল্লি ও হায়দ্রাবাদ নয়াদিল্লি এই রুটে চলবে।

নতুন বন্দে ভারত নন এসি

নতুন বন্দে ভারত নন এসি হতে পারে। সাধারণ মধ্যবিত্তের নাগালের মধ্যে যাতে ভাড়া থাকে তার ব্যবস্থা করা হতে পারে। সেই সঙ্গেই এবার নন এসি ট্রেন নিয়ে আসা হলে সেখানে ভাড়াও কম হতে পারে।