মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ফের অজ্ঞাতকারী, আটক এয়ারগান হাতে

ধৃত যুবকের নাম দেবাঞ্জন চট্টোপাধ্যায়, বাসিন্দা সল্টলেকের।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির অদূরেই কালীঘাট থানার সামনে থেকে এক যুবককে এয়ারগান-সহ আটক করল পুলিশ। বৃহস্পতিবার দুপুরের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম দেবাঞ্জন চট্টোপাধ্যায়, বাসিন্দা সল্টলেকের। তাঁর ব্যাগ থেকে একটি এয়ারগান উদ্ধার করা হয়েছে। কালীঘাট থানার আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় তাঁকে, এরপরই পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে।

জেরার মুখে দেবাঞ্জন জানান, তিনি পেশায় একজন শিক্ষক — ডন বস্কো স্কুলে পড়ান। পাশাপাশি তিনি শ্রীরামপুর রাইফেল ক্লাবের সদস্য, সে কারণেই তাঁর ব্যাগে এয়ারগান ছিল বলে দাবি করেন তিনি।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, তিনি থানার আশপাশেই কিছুক্ষণ ধরে ঘোরাফেরা করছিলেন। সন্দেহ হওয়ায় তল্লাশি চালানো হয় এবং তাঁর ব্যাগ থেকে এয়ারগান উদ্ধার হয়। পরে তাঁর বক্তব্য ও পরিচয় যাচাই করে ছেড়ে দেওয়া হয়, বলে জানিয়েছে কালীঘাট থানার পুলিশ।

gun

এই ঘটনা নতুন করে স্মরণ করিয়ে দিল ২০২৩ সালের সেই কাণ্ডকে, যখন মুখ্যমন্ত্রীর বাড়ির কাছেই অস্ত্র-সহ এক যুবক ধরা পড়েছিলেন। সেবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়িতেই ছিলেন, এবং কয়েক ঘণ্টা পরই তৃণমূলের একুশে জুলাইয়ের সভায় যোগ দেওয়ার কথা ছিল তাঁর। সেই সময় মুখ্যমন্ত্রীর গলিতে ঢোকার চেষ্টা করতে গিয়ে যুবককে আটক করে পুলিশ।

তাঁরও আগে একবার এক যুবক মুখ্যমন্ত্রীর বাড়ির পাঁচিল টপকে ভিতরে ঢুকে পড়েছিলেন, পরে জানা যায় তিনি মানসিক ভারসাম্যহীন।

এবারের ঘটনায় ফের নিরাপত্তা ব্যবস্থার প্রশ্ন উঠেছে। পুলিশ জানিয়েছে, “ঘটনাটি সম্পূর্ণভাবে তদন্ত করে দেখা হচ্ছে। যদিও প্রাথমিকভাবে এটি সন্দেহজনক পরিস্থিতির ভুল বোঝাবুঝি বলেই মনে হচ্ছে”।

এয়ারগান উদ্ধার এবং ঘটনাস্থল মুখ্যমন্ত্রীর বাসভবনের এত কাছাকাছি হওয়ায়, প্রশাসন এখন আরও সতর্ক পদক্ষেপ নিচ্ছে বলে সূত্রের খবর।