New Update
/anm-bengali/media/media_files/pCdVb2LllbA3ES1mQ1qO.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই আসতে চলেছে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Puja 2023)। ইতিমধ্যে শহরের পুজো কমিটিগুলি প্রস্তুতি শুরু করে দিয়েছে।
/anm-bengali/media/media_files/jVPyQ9hjspKvczWuO0m9.jpeg)
সেখানে পিছিয়ে নেই বেলিয়াঘাটা ৩৩ পল্লীবাসী বৃন্দ (Beliaghata 33 no. Palli Bashi Brinda)। এবারে তাদের থিমেও রয়েছে দারুণ চমক। এবারে এই পুজো কমিটির থিমের নাম হল ‘শৈলাতি’।
/anm-bengali/media/media_files/ljw7m99a70k1ggsguhWT.jpg)
সৃজনে রয়েছে সুব্রত ব্যানার্জি। এই বছর কমিটির পুজো ২৩ বছরে পদাপর্ণ করল। পুজোর বাজেট ৩৮ থেকে ৪০ লক্ষ টাকা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us