পঞ্চায়েত নির্বাচন : ৩০ জন বিজেপি প্রার্থীকে নিয়ে রাজভবনে সুকান্ত!

পঞ্চায়েত নির্বাচনের আগে ফের রাজভবনে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তবে, এবারে একা নন, তার সঙ্গে রয়েছেন ৩০ জন প্রার্থী।

author-image
Pallabi Sanyal
New Update
11

নিজস্ব সংবাদদাতা : ফের রাজভবনে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের দ্বারস্থ হলেন  বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তবে, এবার তিনি একা নন, বিজেপির কোনো প্রতিনিধি দল হিসেবেও নয়, ৩০ জন বিজেপি প্রার্থীকে নিয়ে রাজভবনে গেলেন সুকান্ত। সকল প্রার্থীই দক্ষিণ ২৪ পরগনার। পঞ্চায়েত নির্বাচনের জন্য় নমিনেশন জমা দেওয়ার সময় যে রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটে, তার শিকার হওয়া প্রার্থীদের নিয়ে এবার সরাসরি রাজভবনে পৌঁছলেন সুকান্ত মজুমদার। 

উল্লেখ্য, এর আগেও পঞ্চায়েত নির্বাচনে অশান্তির ঘটনায় রাজ্যপালের দ্বারস্থ হয়েছেন সুকান্ত মজুমদার। নালিশ জানিয়েছেন রাজ্যের আইন শৃঙ্খলা নিয়েও।প্রশ্ন তুলেছেন কমিশনের ভূমিকা নিয়েও। এবার আক্রান্ত প্রার্থীদের নিয়ে গেলেন রাজ্যপালের কাছে।