নিজস্ব সংবাদদাতা: করোনার সংক্রমণ ফের ছড়িয়ে পড়ছে রাজ্যে। এবার সংক্রমণের শিকার এক সদ্যোজাত শিশু। পাশাপাশি আক্রান্ত হয়েছে আরও এক কিশোর। একদিনে রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন মোট ২ জন, যাঁদের মধ্যে একজন সদ্যোজাত, আর অন্যজন ১০ বছর বয়সি এক কিশোর।
গড়িয়ার এক ২ মাসের শিশুর অবস্থা অত্যন্ত সংকটজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে শিশুটিকে ভরতি রাখা হয়েছে। তার শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত পরীক্ষা করা হয়, রিপোর্ট পজিটিভ আসে। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটি আইসিইউ-তে রয়েছে এবং তাকে ক্রমাগত পর্যবেক্ষণে রাখা হয়েছে।
অন্যদিকে নিউ আলিপুরের এক ১০ বছরের কিশোরও করোনা আক্রান্ত হয়েছে। তার শরীরেও জ্বর, কাশি, দুর্বলতা—এইসব উপসর্গ দেখা দেওয়ায় হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষায় ধরা পড়ে সংক্রমণ।
এই ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে রাজ্যের স্বাস্থ্য মহলে। বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে করোনার সংক্রমণ এতদিন কম ছিল। কিন্তু এখন ফের সংক্রমণ ছড়াতে শুরু করেছে, তাই আরও সতর্কতা অবলম্বন জরুরি।
/anm-bengali/media/media_files/8flRmcPSdcMCtiLlSmp4.jpg)
স্বাস্থ্য দফতরের তরফে এখনও পর্যন্ত কোনও বিশেষ সতর্কতা বা অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়নি। সংক্রমণ বৃদ্ধির মধ্যেও রাজ্যের বেশিরভাগ জায়গায় স্বাস্থ্যবিধি কার্যত উপেক্ষিত। মাস্ক ব্যবহার, স্যানিটাইজেশন, ভিড় নিয়ন্ত্রণ—সবই এখন যেন অতীত।
এই অবস্থায় সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে আতঙ্ক। সদ্যোজাত শিশুর শরীরে করোনা সংক্রমণের খবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিচ্ছেন অনেকে। প্রশ্ন উঠছে—করোনা কি ফিরেই গেল? নাকি গাফিলতির জন্য ফের বিপদ বাড়ছে রাজ্যে?
রাজ্যে সংক্রমণ যদি এইভাবেই বাড়তে থাকে, এবং যদি শিশুদের মধ্যেও তা ছড়াতে শুরু করে, তাহলে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক হয়ে উঠতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।
এই অবস্থায় সাবধানতা এখন একমাত্র বাঁচার পথ—এমনই পরামর্শ চিকিৎসক মহলের।