New Update
/anm-bengali/media/media_files/2025/05/01/bRi7JKnmvzW59GQBgHc8.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: এবার ট্রাম্পকে গাধার সঙ্গে তুলনা করলেন বঙ্গ বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি।
/anm-bengali/media/media_files/2025/04/24/ivLp9xiSxTRFfHcKBeA3.png)
তিনি ট্যুইট করে বলেছেন, "জল ঘোলা করে খাওয়া তো গাধার পুরনো স্বভাব, আর ট্রাম্প সাহেব সেই ট্র্যাডিশন বজায় রাখলেন! বোলেন – 'আমি বলিনি যে করেছি, কিন্তু আমি ভারত-পাকিস্তানের যুদ্ধ থামাতে সাহায্য করেছি!' মানে, নিজেই নিজেকে 'ভুল' প্রমাণ করলেন! বাহ! গপ্পে গপ্পে নোবেল নিতে চাইলে এমনই হয়!" তরুণজ্যোতি তিওয়ারির এই ট্যুইট ঘিরে চর্চা শুরু হয়েছে।
জল ঘোলা করে খাওয়া তো গাধার পুরনো স্বভাব, আর ট্রাম্প সাহেব সেই ট্র্যাডিশন বজায় রাখলেন!
— Tarunjyoti Tewari (@tjt4002) May 15, 2025
বোলেন – 'আমি বলিনি যে করেছি, কিন্তু আমি ভারত-পাকিস্তানের যুদ্ধ থামাতে সাহায্য করেছি!'
মানে, নিজেই নিজেকে 'ভুল' প্রমাণ করলেন!
বাহ! গপ্পে গপ্পে নোবেল নিতে চাইলে এমনই হয়!#মোদি_আছেন_তাই_সম্ভব… pic.twitter.com/dIbEUqYkcX
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us