ফের চোখ রাঙাচ্ছে ত্রয়ী ঘূর্ণাবর্ত, রয়েছে এরাজ্যের আশেপাশেই

তিনটি ঘূর্ণাবর্ত যা বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি তৈরি করছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
monsoons.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: আবার সক্রিয় হচ্ছে বর্ষা। ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গে বাড়ছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হতে পারে ভারী বৃষ্টি। ইতিমধ্যেই উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

সোমবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা সহ দক্ষিণের ছয় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সোমবার জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ফের ভারী বৃষ্টি হবে।

monsoon

আবহাওয়া দফতরের মতে, বর্তমানে মৌসুমি অক্ষরেখা বিকানির, শিখর, শিবপুরি, সিদ্ধি, জামশেদপুর হয়ে কাঁথির উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি, উত্তর ছত্তিসগঢ়, পঞ্জাব ও উত্তর-পূর্ব অসমে রয়েছে তিনটি ঘূর্ণাবর্ত, যা বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি তৈরি করছে।

কলকাতায় শনিবার ছিল মেঘলা আবহাওয়া। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ ৩০.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৭৮ থেকে ৯৭ শতাংশ, যা আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়াচ্ছে। শনিবার শহরে বৃষ্টি হয়েছে ৪.৯ মিলিমিটার।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে রাজ্যের অধিকাংশ জেলাতেই। দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘণ্টা বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।