/anm-bengali/media/media_files/VqH0Odp63rki4cZq7M4F.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: পাকিস্তান ইস্যুকে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চরমতম খোঁচা দিলেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি।
/anm-bengali/media/media_files/2025/04/10/0jkA6G0FvfD3mcPb9rjN.png)
তিনি ট্যুইট করে বলেছেন, "পাকিস্তানে শুনছি ত্রাণ বিলি হচ্ছে। তৃণমূলের এই সুযোগ miss করা উচিৎ না। ওদের পাঠানো হোক। অভ্যাসবশত ত্রাণ চুরি করে ওরা ওদের অজান্তেই পাকিস্তানের ড্যামেজ করবে। এভাবেও সাহায্য করা যায় তো... মমতা বন্দ্যোপাধ্যায় Please do the needful." পাকিস্তান নিয়ে দেশ জুড়ে শোরগোল চলছে। এই পরিস্থিতিতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও সেনাবাহিনীর সমর্থন জানিয়েছেন। তবে আচমকাই বিজেপি নেতার এই আক্রমণে শোরগোল শুরু হয়েছে।
পাকিস্তানে শুনছি ত্রাণ বিলি হচ্ছে।@AITCofficial র এই সুযোগ miss করা উচিৎ না।
— Tarunjyoti Tewari (@tjt4002) May 14, 2025
ওদের পাঠানো হোক। অভ্যাসবশত ত্রাণ চুরি করে ওরা ওদের অজান্তেই পাকিস্তানের ড্যামেজ করবে। এভাবেও সাহায্য করা যায় তো... মমতা বন্দ্যোপাধ্যায় Please do the needful.
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us