পুজোয় জনশূন্য হবে কলকাতা! কারণ জানলে আঁতকে উঠবেন

পুজোয় কলকাতা আসছিস তো? পুজোয় বাড়ি ফিরবি না? পুজোর আগে এই প্রশ্নগুলোর মুখে পড়তে হয় অনেককেই। যারা কলকাতার বাইরে থাকে, তারা পুজোর এই দিনগুলোর জন্য অপেক্ষা করে বাড়ি ফেরার। এবার অন্য চিত্র।

author-image
Anusmita Bhattacharya
New Update
durga6

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। বাকি দিনগুলো যে যেখানেই থাকুক না কেন পুজোর চারটে দিন বাইরে ফিরতেই হবে। তবে এবার নাকি পুজোয় জনশূন্য হয়ে যাবে বাংলার রাজধানী কলকাতা। পরিসংখ্যান আসলে এমনটাই ইঙ্গিত দিচ্ছে। কিন্তু কেন? আসলে রেলের টিকিটের হাহাকার এমন এক অবাক করা ইঙ্গিত দিচ্ছে। পূর্ব রেলের এক আধিকারিকও এমনটাই বলছেন। বাঙালির ঘুরতে যাওয়ার এমন প্রবণতা দেখে রেলের কর্তারাও অবাক হয়ে গেছেন। পুজোয় নাকি বাঙালির মন আর ঘরে থাকছে না। ঘুরতে যেতেই হবে।

এবার টিকিট হাউজফুল। অনেকেই টিকিট পাচ্ছেন না ঘুরতে যাওয়ার। কী করবেন ভেবে উঠতে পারছেন না কেউ কেউ। এবার পুজোয় নাকি কলকাতাবাসী দিল্লি, সিমলা আর দার্জিলিং ভ্রমণেই বেশি আগ্রহ দেখাচ্ছে। পুজোর পাঁচটা দিন কলকাতাবাসী এতদিন তেমন ভ্রমণে যায়নি। পুজোর পাঁচদিন কলকাতার পুজো মণ্ডপগুলিতে উপচে পড়ছে মানুষের ভিড়, এটাই চেনাজানা চিত্র। এবার ভারতীয় রেলের তথ্য একেবারেই উল্টো ইঙ্গিত দিল। ১৯ অক্টোবর থেকেই কলকাতা থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলির লম্বা ওয়েটিং লিস্ট দেখা যাচ্ছে। ২১ তারিখ পর্যন্ত কোনও ট্রেনের টিকিট নেই। কলকাতা থেকে দিল্লি ও কলকাতা থেকে দার্জিলিংগামী ট্রেনগুলিতে ওয়েটিং লিস্ট ২০০ ছাড়িয়ে গিয়েছে। যেন মনে হচ্ছে সবাই কলকাতা ছেড়ে এবার বেড়াতে যাবে। তাহলে কি পুজোর সময় জনশূন্য হয়ে যাবে কলকাতা? পাহাড় থেকে রাজধানীসহ বিভিন্ন ট্রেনগুলিতে ওয়েটিং-এর লম্বা লিস্ট। শিয়ালদহ ও হাওড়া থেকে দুইটি রাজধানীর এক্সপ্রেস দিল্লি যায় রোজ। দুটি ট্রেনেই পুজোর ছুটিতে রেকর্ড ওয়েটিং লিস্ট চোখে পড়ছে। ১৯ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত ওয়েটিং লিস্ট সব থেকে বেশি দেখা গেল। 

হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে যাত্রী সংখ্যা এতদিন কম হলেও পুজোর মরশুমে এর চাহিদা অবাক করেছে রেল কর্তাদের। হাওড়া- নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসে ১৯ অক্টোবর মোট ওয়েটিং ১৪৩। ২০ অক্টোবর মোট ওয়েটিং ২৩০। ২১ অক্টোবর ওয়েটিং১৪৩। বন্দে ভারতে এত পরিমাণে ওয়েটিং লিস্ট দেখে অবাক রেল কর্তারা। এছাড়াও দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেসেও তিন দিনে লম্বা ওয়েটিং লিস্ট। পুজোয় ঘোরার জন্য বিশেষ লোকাল ট্রেন চালানো হতে পারে। বিভিন্ন অতিরিক্ত লোকাল ট্রেন চলাচল করবে জেলার মানুষকে কলকাতামুখী করতে। 

hiring.jpg