/anm-bengali/media/media_files/2024/10/24/0rgmOdGpyxtn3JI2vKPI.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ফের যাত্রীদের মাথাব্যথার কারণ রেল। সপ্তাহান্তে আবারও একাধিক ট্রেন বাতিলের ঘোষণা করল পূর্ব রেল। হাওড়া ডিভিশনে সিগন্যালিং ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য রবিবার, ২ নভেম্বর বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল থাকবে। একইসঙ্গে কিছু ট্রেনের সময়সূচি ও যাত্রাপথেও পরিবর্তন আনা হয়েছে।
রেলের তরফে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, সিগন্যাল, ট্র্যাক ও ওভারহেড ইকুইপমেন্টের রক্ষণাবেক্ষণ কাজ চলবে রবিবার জুড়ে। ফলে স্বাভাবিক ট্রেন চলাচলে প্রভাব পড়বে।
২ নভেম্বর যে ট্রেনগুলি বাতিল থাকছে -
হাওড়া থেকে: ৩৭০৫৫, ৩৭২৪৯, ৩৭৩৬৩, ৩৬৮২৩
ব্যান্ডেল থেকে: ৩৭২৪৬, ৩৭৭৪৯
বর্ধমান থেকে: ৩৬৮৩৪
শেওড়াফুলি থেকে: ৩৭০৫৬
আরামবাগ থেকে: ৩৭৩৬৪, ৩৭৩৯৬
কাটোয়া থেকে: ৩৭৭৪৮
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/10/24/f6VmtsyiKr9Up1bJEiVK.jpg)
এছাড়া ৩৭৩৬৫ হাওড়া–আরামবাগ লোকাল ট্রেনটি আরামবাগের পরিবর্তে তারকেশ্বরে গিয়ে যাত্রা শেষ করবে। ৫৩০০৯ কাটোয়া–আজিমগঞ্জ লোকাল ট্রেন কাটোয়া থেকে ছাড়বে দুপুর ১২টা ৩০ মিনিটে। এছাড়াও ১২৩৩৮ বোলপুর–হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেস ছাড়বে দুপুর ১টা ৫০ মিনিটে, আগের সময় ছিল ১টা ১৫ মিনিট।
রেল সূত্রে জানা গিয়েছে, শনিবার হাওড়া ডিভিশনে সিগন্যাল রক্ষণাবেক্ষণ ছাড়াও ইঞ্জিনিয়ারিং ও ওভারহেড ইকুইপমেন্ট (OHE) সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজ চলবে। ফলে অস্থায়ীভাবে কিছু ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত কয়েক মাস ধরেই হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে নিয়মিত ট্রেন বাতিল ও সময় পরিবর্তনের ঘটনা ঘটছে। রক্ষণাবেক্ষণ কাজের জন্য দফায় দফায় লোকাল পরিষেবা ব্যাহত হচ্ছে। রেল কর্তৃপক্ষের দাবি, যাত্রীদের দুর্ভোগ কমাতে এই ধরনের কাজ মূলত সপ্তাহান্তেই করা হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us