অব্যাহত থাকবে শীতের আমেজ,দিনভর বজায় থাকবে শুষ্ক ও মনোরম আবহাওয়া ! দেখে নিন আজকের আবহাওয়ার খবর

দেখে নিন আজকের আবহাওয়ার আপডেট।

author-image
Debjit Biswas
New Update
Weather

নিজস্ব সংবাদদাতা : আজ শুক্রবারও কলকাতায় শীতের আগমনী বার্তা অব্যাহত থাকবে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, নভেম্বরের শেষে এসে আবহাওয়া থাকবে মূলত শুষ্ক ও মনোরম। আকাশ বেশিরভাগ সময়ই পরিষ্কার থাকবে এবং দিনের বেলায় ভালো রোদ থাকবে।

আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা (Maximum Temperature) প্রায় ২৯° সেলসিয়াস (Celsius) এর আশেপাশে থাকতে পারে। দিনের সর্বনিম্ন তাপমাত্রা (Minimum Temperature) প্রায় ১৭° থেকে ১৮° সেলসিয়াস (Celsius) এর কাছাকাছি নামতে পারে। যা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম। এই তাপমাত্রাই রাতে হালকা ঠান্ডা অনুভূত হওয়ার প্রধান কারণ। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকালে বেশি থাকলেও দিনের বেলা কমে ৫০% থেকে ৭৫% এর মধ্যে থাকবে। ভোরের দিকে কিছু এলাকায় হালকা শিশির পড়তে পারে।

weatherwind

আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আকাশ থাকবে সম্পূর্ণ শুষ্ক। বাতাস উত্তর দিক থেকে বইবে, যার গতিবেগ থাকবে হালকা থেকে মাঝারি। মোটকথা, আজ সারাদিন কলকাতার বাসিন্দারা শীতের আরামদায়ক আবহাওয়া উপভোগ করতে পারবেন। সকালে এবং রাতে হালকা গরম পোশাকের প্রয়োজন হতে পারে।