মঙ্গলবার থেকেই শীতের কামড় কলকাতায়! কী বলছে আবহাওয়া দফতর

মঙ্গলবার কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কলকাতায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াস।

kolkata winter n.jpg

নিজস্ব সংবাদদাতা: রাজ্যে অক্টোবরের পর থেকেই হিমেল পরশ শুরু হয়েছে। তবে ঝাঁকিয়ে ঠান্ডা এখনও পড়েনি। কলকাতার বর্তমান আবহাওয়া বেশ মনোরম। মঙ্গলবার কলকাতার আকাশ মেঘাচ্ছান্ন থাকবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। সেই কারণে সোমবারের থেকে তাপমাত্রা একটু বাড়বে। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯.৮ ডিগ্রি সেলসিয়া। সর্বনিম্ন ২০ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।