/anm-bengali/media/media_files/SjXqyifTLQ6Am5Ro7kx2.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে শনির রাশি পরিবর্তন সমস্ত রাশিচক্রকে প্রভাবিত করতে পারে। শনি এবার ২৪ নভেম্বর কুম্ভ রাশিতে প্রবেশ করেছে। ৬ এপ্রিল পর্যন্ত এই রাশিতেই থাকবে। শনিদেবের এই রাশি পরিবর্তনের ফলে আগামী বছর পর্যন্ত সৌভাগ্য বিরাজ করবে কিছু রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে। জেনে নিন সেই রাশির নাম।
মেষ রাশি: শনিদেবের রাশি পরিবর্তনের কারণে মেষ রাশির জাতকদের ওপর প্রত্যক্ষ প্রভাব পড়তে শুরু করবে এবার। এর শুভ প্রভাবের কারণে জীবনে সুখ আসতে চলেছে। এই রাশির জাতকদের জীবনে ইতিবাচক শক্তি বজায় থাকবে। শনির প্রভাবে সাফল্য পাবেন। শনিদেবের কৃপায় ব্যাঙ্ক ব্যালেন্সও বাড়বে।
বৃষ রাশি: বৃষ রাশির জাতক এবং জাতিকারা শনির শুভ প্রভাবে কর্মজীবনে সাফল্য পাবেন। কঠোর পরিশ্রমের সম্পূর্ণ ফল পেতে চলেছেন আপনারা। এই রাশির জাতক-জাতিকারা যারা নতুন চাকরি খুঁজছেন তারা শনির রাশি পরিবর্তনের কারণে এবার সফলতা পাবেন। বিবাহিত জীবন মধুর হবে। বিদেশ সফরে যেতে পারে এবার। এই রাশির জাতকরা ব্যবসায় লাভ পেতে পারেন। স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান ঘটবে।
সিংহ রাশি: শনির শুভ প্রভাবের কারণে সিংহ রাশির জাতকদের চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় প্রচুর সম্পদ পেতে পারেন।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us