বাংলায় শুরু SIR, মঙ্গলবার সর্বদলীয় বৈঠক ডাকলেন মুখ্য নির্বাচনী আধিকারিক

নির্বাচন কমিশনের দফতরে অনুষ্ঠিত হবে এই সর্বদলীয় বৈঠক।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
state election

File Picture

নিজস্ব সংবাদদাতা: অবশেষে ঘোষণা হয়ে গেল বাংলায় বিশেষ নিবিড় সমীক্ষা (Special Intensive Revision – SIR) শুরুর। আগামী ৪ নভেম্বর থেকে বুথ লেভেল অফিসাররা (BLO) ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে যাচাই-বাছাইয়ের কাজ শুরু করবেন। তার আগে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ কুমার আগরওয়াল। মঙ্গলবার বিকেল ৪টেতে কলকাতায় নির্বাচন কমিশনের দফতরে অনুষ্ঠিত হবে এই সর্বদলীয় বৈঠক। বৈঠক শেষে বিকেল ৬টা নাগাদ সাংবাদিক সম্মেলন করবেন সিইও।

বাংলায় SIR শুরু নিয়ে বিগত কয়েক সপ্তাহ ধরেই জল্পনা এবং রাজনৈতিক চাপানউতোর চলছিল। অবশেষে সোমবার জাতীয় নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে, রাজ্যের সমস্ত বিধানসভা এলাকায় ভোটার তালিকার বিশেষ পরিমার্জন প্রক্রিয়া শুরু হবে ৪ নভেম্বর থেকে।

STATE ELECTION COMMISIION

তবে এই ঘোষণার পরই রাজনৈতিক প্রতিক্রিয়া তীব্র হয়েছে। তৃণমূল কংগ্রেস আগেই হুঁশিয়ারি দিয়েছে, “এসআইআরের নামে বৈধ ভোটারের নাম বাদ পড়লে তীব্র আন্দোলনে নামবে দল”। সোমবার কমিশনের ঘোষণার পর তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “আমরা বরাবরই নির্ভুল ভোটার তালিকার পক্ষপাতী। কিন্তু, একজন বৈধ ভোটারের নাম বাদ পড়লেও, এক লক্ষ কর্মী নিয়ে দিল্লিতে কমিশনের অফিস ঘেরাও করব”।

রাজ্যে আগামী বছরই বিধানসভা নির্বাচন। তার আগেই ভোটার তালিকার এই বিশেষ পরিমার্জনকে কেন্দ্র করে রাজনৈতিক তাপমাত্রা চড়তে শুরু করেছে। এখন নজর মঙ্গলবারের বৈঠকের দিকে—সিইও মনোজ কুমার আগরওয়াল ঠিক কী বার্তা দেন, সেটাই দেখার।