‘মেয়েদের রাতে বাইরে বের হওয়া উচিৎ নয়’!—মুখ্যমন্ত্রীর পর সৌগতের একই বার্তা, রাজ্যে প্রতিবাদের ঢেউ

দুর্গাপুরে মেডিক্যাল শিক্ষার্থীর উপর গণধর্ষণ কাণ্ডে উত্তাল রাজ্য। মেয়েদের রাত করে বাইরে না যেতে পরামর্শ মমতা ও সৌগত রায়ের, শুরু তীব্র বিতর্ক। জানুন বিস্তারিত।

author-image
Tamalika Chakraborty
New Update
Sougata


দুর্গাপুরে মেডিক্যাল শিক্ষার্থীর উপর গণধর্ষণ কাণ্ডে উত্তাল রাজ্য। মেয়েদের রাত করে বাইরে না যেতে পরামর্শ মমতা ও সৌগত রায়ের, শুরু তীব্র বিতর্ক। জানুন বিস্তারিত।

নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুরে চিকিৎসা শিক্ষার্থীর উপর নৃশংস গণধর্ষণ কাণ্ডকে কেন্দ্র করে গোটা রাজ্য জুড়ে তীব্র ক্ষোভ। এমন এক পরিস্থিতিতে সোমবার ফের বিতর্কে জড়ালেন তৃণমূলের প্রবীণ নেতা ও সাংসদ সৌগত রায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের প্রতিধ্বনি করে তিনি বলেন, “মহিলাদের এত রাতে কলেজ বা হোস্টেল ছেড়ে বাইরে যাওয়া ঠিক নয়, কারণ পুলিশ সব জায়গায় টহল দিতে পারে না।”

কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌগত রায়ের মন্তব্য, “পুলিশ প্রতিটি রাস্তায় উপস্থিত থাকতে পারে না। কোনও দুর্ঘটনার পরে তারা ব্যবস্থা নিতে পারে, কিন্তু আগে থেকে সবকিছু রোধ করা সম্ভব নয়। তাই মেয়েদেরও সতর্ক থাকা উচিত।”

এই মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক ও সামাজিক বিতর্ক। অনেকেই বলছেন, এই ধরনের মন্তব্যে অপরাধীদের সাহস বাড়ে, মেয়েদের নয়। অন্যদিকে, কিছু মানুষের মতে, রাতবেলায় নিরাপত্তার ঝুঁকি এড়াতে এমন সতর্কতামূলক পরামর্শ যুক্তিযুক্ত।

Rape

২৩ বছরের ওই চিকিৎসা শিক্ষার্থী ওড়িশার বলেশ্বর জেলার জলেশ্বরের বাসিন্দা ছিলেন। ১০ অক্টোবর রাতের দিকে কলেজের বাইরে এক বন্ধুর সঙ্গে খাবার খেতে বেরিয়েছিলেন তিনি। সেই সময়ই একদল দুষ্কৃতী তাঁকে অপহরণ করে গণধর্ষণ করে বলে অভিযোগ। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক।

এই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও বলা শোনা গিয়েছে, “মেয়েদের এত রাতে বাইরে যাওয়া উচিত নয়।” যদিও তিনি স্পষ্ট করেছেন, তাঁর সরকার এরকম নৃশংস অপরাধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে এবং পুলিশকে কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্যের নারী সংগঠন এবং বিরোধী দলগুলি মুখ্যমন্ত্রীর মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। তাঁদের দাবি, সরকারের দায়িত্ব মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করা, মেয়েদের স্বাধীনতা সীমাবদ্ধ করা নয়।

রাজ্যের প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যে পুলিশ একাধিক সন্দেহভাজনকে আটক করেছে এবং ঘটনাস্থলের সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দুর্বল ব্যবস্থা ও রাতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন এখন রাজ্যবাসীর মনে।