পঞ্চায়েত নির্বাচন : বিকেল ৪টে! কালীঘাটে তৃণমূলের মেগা বৈঠক আজ

সামনেই পঞ্চায়েত নির্বাচন। মনোনয়নকে কেন্দ্র করে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে রাজ্যে। বিকেল ৪টেয় কালীঘাটে তৃণমূলের মেগা বৈঠক হতে চলেছে। থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের বিধায়ক-সাংসদরা। কী বার্তা দেবেন?

author-image
Pallabi Sanyal
New Update
123

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : হাই ভোল্টেজ শনিবার।  পঞ্চায়েত নির্বাচনের আগে বিকেল ৪টেয় তৃণমূলের মেগা বৈঠক কালীঘাটে। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও বৈঠকে যোগ দেবেন বিধায়ক ও সাংসদরা। মূলত, পঞ্চায়েত নির্বাচনের আগে যেভাবে একের পর এক অশান্তির ঘটনা ঘটে চলেছে রাজ্যে, সে দিকটিও আলোচনায় মূল কেন্দ্রে থাকবে বলেই মনে করা হচ্ছে। 

উল্লেখ্য, গতকালই সম্পন্ন হয়েছে পঞ্চায়েতকে সামনে রেখে তৃণমূলের নয়া কর্মসূচি নবজোয়ার যাত্রা। তারপরেই হতে চলেছে বৈঠক। ইতিমধ্যেই মনোনয়নের অশান্তিতে বিরোধীদের নমিনেশনে বাধা প্রদানের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অশান্ত চোপড়া, ভাঙড় সহ বেশ কিছু এলাকা। এদিকে, প্রতি বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে আদালত। প্রশ্ন উঠেছে সিভিকদের ভূমিকা নিয়েও। সব মিলিয়ে ভোটের আগে কী বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটাই এখন দেখার।