ফের পথে তৃণমূল, প্রথম সারিতে ফিরহাদ-বাবুল

ফের একবার চরম পদক্ষেপ নিল রাজ্যের শাসক দল।

author-image
SWETA MITRA
New Update
tmc.jpg

নিজস্ব সংবাদদাতাঃ কেন্দ্রের বিরুদ্ধে আজ নতুন করে পথে নামল তৃণমূল (TMC)। মনরেগার তহবিল ইস্যুতে কলকাতায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। আজ তৃণমূলের মিছিলটি দক্ষিণ কলকাতার গোলপার্কথেকেগড়িয়াহাটহয়েহাজরাপর্যন্ত যাবে। এই মিছিলে রয়েছে মেয়র পরিষদের সদস্যরা। রয়েছেন ফিরহাদ হাকিম, বাবুল সুপ্রিয় সহ আরও অনেকে।