SIR বিরোধিতায় নতুন পদক্ষেপের পথে তৃণমূল, শীতকালীন অধিবেশনে আনতে পারে প্রস্তাব

শীতকালীন অধিবেশনে এসআইআর-এর বিরুদ্ধে প্রস্তাব আনতে পারে শাসক দল।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
SIR-Rally1

File Picture

নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গসহ দেশের মোট ১২টি রাজ্যে ইতিমধ্যেই শুরু হয়েছে ভোটার তালিকার নিবিড় পরিমার্জন (SIR) প্রক্রিয়া। আর এই প্রক্রিয়া নিয়েই রাজ্যে রাজনৈতিক উত্তাপ চরমে। এসআইআর-র বিরুদ্ধে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস, মিছিলের নেতৃত্ব দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আরও একধাপ এগিয়ে বিধানসভার শীতকালীন অধিবেশনে এসআইআর-এর বিরুদ্ধে প্রস্তাব আনতে পারে শাসক দল, এমনটাই সূত্রের খবর।

রাজনীতির অন্দরে আলোচনা, যদি রাজ্য বিধানসভায় এই প্রস্তাব পাশ হয়, তাহলে কেন্দ্রের নির্বাচনী প্রক্রিয়ার বিরূপ দিক তুলে ধরা হবে সরকারিভাবে—যা বড় রাজনৈতিক বার্তা বহন করবে।

SIR

তৃণমূলের দাবি, এসআইআর-এর মাধ্যমে রাজ্যের সাধারণ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা চলছে। দলের এক মুখপাত্র বলেন, “এসআইআর আতঙ্কে মানুষ মানসিক চাপে ভুগছেন। কেউ কেউ চরম সিদ্ধান্তও নিচ্ছেন। তাই এই প্রস্তাব আনার প্রয়োজন”।

গত কয়েকদিনে রাজ্যের একাধিক জায়গায় এসআইআর-কে ঘিরে আতঙ্কজনিত মৃত্যুর ঘটনা সামনে এসেছে। সেসব পরিবারের সদস্যদের মঙ্গলবারের তৃণমূল মিছিলেও দেখা যায়। তৃণমূল নেতাদের বক্তব্য, “যদি কোনও বৈধ ভোটারের নাম বাদ যায়, আমরা তা মেনে নেব না”।

ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এসআইআর। তার মধ্যেই এই প্রস্তাব পেশ করা হলে, তা নিঃসন্দেহে আসন্ন লোকসভার আগে বড় রাজনৈতিক সুরবদলের ইঙ্গিত দেবে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।