নিজস্ব সংবাদদাতা : রান্নার গ্যাসের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে আজ এক অভিনব প্রতিবাদ কর্মসূচি করলো শাসকদল তৃণমূল কংগ্রেস। রান্নার গ্যাসের বদলে উনুন জ্বালিয়ে চললো রান্না। এই কর্মসূচির নেতৃত্ব দিলেন তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই বিষয়ে তিনি বলেন, ''শুধু সাধারণ মানুষেরই নয়,বরং উজ্জলা যোজনার গ্যাসের দামও বৃদ্ধি করা হয়েছে। যারফলে প্রবল চাপে পড়েছেন সর্বস্তরের সাধারণ মানুষ।''
/anm-bengali/media/media_files/W7bYoYl76WzrrGJ4nyrc.jpg)
তিনি আরও বলেন, ''কেন্দ্র সরকার একবার বাহবা পাওয়ার জন্য গ্যাসের দাম কমাচ্ছে, আবার রাতের অন্ধকারে তা বাড়িয়ে দিচ্ছে। সাধারণ মানুষের পকেট মারছে কেন্দ্র সরকার।''