আগে বলতাম 'বদলা নয়, বদল চায়', এখন বলছি 'জব্দ হবে, স্তব্ধ হবে'

দলকে চাঙ্গা করতে বদলে দিলেন নিজের স্লোগানও।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
mamataacm.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে নিজের চিরাচরিত স্লোগানও বদলে দিলেন তৃণমূল সুপ্রিমো। আসন্ন নির্বাচন যে সকল দলের কাছেই হাই ভোল্টেজ তা কার্যত বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এবার দলকে চাঙ্গা করতে বদলে দিলেন নিজের স্লোগানও। পরিষ্কার শহীদ দিবসের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো বললেন, “আগে বলতাম ‘বদলা নয়, বদল চায়’। এখন বলছি ‘জব্দ হবে, স্তব্ধ হবে’। ‘আমাদের হবে দর্পণ, ওদের হবে বিসর্জন”। তবে তাঁর এই স্লোগান দিয়ে তিনি দলের কাছে কি বার্তা পৌঁছে দিলেন, এখন সেটাই দেখার।

ertytuyiuoi