বাংলার মেধাকে ছোট করার চেষ্টা করছে বিজেপি ! রাজা রামমোহন রায়ের অপমানের বিরুদ্ধে গর্জে উঠলো তৃণমূল

কেন গর্জে উঠলো তৃণমূল ?

author-image
Debjit Biswas
New Update
sashi panja hjk.jpg

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি রাজা রামমোহন রায়কে নিয়ে মধ্যপ্রদেশের এক বিজেপি মন্ত্রীর করা বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে এবার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। আজ পশ্চিমবঙ্গের মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja) বলেছেন, মধ্যপ্রদেশের মন্ত্রী ইন্দর সিং পারমারের মন্তব্য প্রমাণ করে যে বিজেপি বাংলার মনীষী এবং বুদ্ধিজীবীদের হেয় করার চেষ্টা করছে।

sashi panjaa.jpg

তিনি বলেন,''মধ্য প্রদেশের মন্ত্রী ইন্দর সিং পারমারের এই মন্তব্য এটাই প্রমান করে যে, বিজেপি দলটি বাংলার মনীষাকে ছোট করার চেষ্টা করছে (trying to demean Bengal's intelligentsia)।"

উল্লেখ্য মধ্য প্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার সম্প্রতি রাজা রামমোহন রায়কে "ব্রিটিশদের দালাল" (British agent) এবং "ভুয়ো সমাজ সংস্কারক" বলে মন্তব্য করেন।