SIR বিরোধিতায় রাজপথে মমতা-অভিষেক! শহরে মেগা মিছিল

তৃণমুলের মিছিল নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-11-04 at 1.43.08 PM

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: SIR- এর বিরোধিতায় এক শহরজুড়ে প্রতিবাদে নামছে তৃণমূল। আর কিছুক্ষণ পরেই শুরু হবে মিছিল যেখানে থাকবেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বি আর আম্বেদকর মূর্তির সামনে রেড রোড দিয়ে শুরু হবে মিছিল। ৩.৮ কিলোমিটার দূরত্বে মিছিলে হাঁটবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

জানা গেছে যে মিছিল রানি রাসমনি এভিনিউ হয়ে ডোরিনা ক্রসিং হয়ে কে সি দাস, সেন্ট্রাল এভিনিউ দিয়ে, মহম্মাদ আলী পার্ক হয়ে মহাজাতি সদন হয়ে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি গেটের সামনে মঞ্চে গিয়ে শেষ হবে। মিছিলে থাকবে কলকাতা ও সংলগ্ন জেলার কর্মী-সমর্থক থেকে নানা স্তরের নেতৃত্ব। মিছিলে হাঁটবেন মন্ত্রী-বিধায়ক থেকে কাউন্সিলররাও।

mamata abhishek