New Update
/anm-bengali/media/media_files/2oXaJ6k4PB8AdDjQblWV.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: বিজয়া সম্মিলনীর মাধ্যমে লোকসভার আগে পুরোপুরি জনসংযোগ সেরে নিতে চায় তৃণমূল কংগ্রেস। কোন এলাকায় কী কী সমস্যা রয়েছে তার ধারণা আগেই পেয়ে যাবে তৃণমূল। বহু জায়গাতেই আবার পুরনো কর্মীদের ময়দানে নামাচ্ছে শাসক দল। নতুন-পুরনো দ্বন্দ্ব মেটাতে একই মঞ্চে হাজির থাকতে হবে সেই নেতাদের। বিজয়া সম্মিলনীর মাধ্যমে বুঝে নেওয়া হবে তৃণমূলের মহিলা কর্মী সমর্থকরা রাস্তায় নেমে কাজ করছেন কিনা।
গত পুজোর পর দলের এই বিজয়া সম্মিলনীর সভাগুলি হয়ে ওঠে একরকম জনসংযোগ সভা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী দলের পুরনো নেতা-কর্মীদের বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়। মঞ্চে তাঁদের সংবর্ধনাও দেওয়া হয়৷ তাঁদের পরামর্শ নেওয়া হয়েছিল।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us