নিজস্ব সংবাদদাতাঃ এক বিস্ফোরক দাবি করলেন সন্দেশখালির এক মহিলা। এবার লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে সন্দেশখালির প্রতিবাদী গৃহবধূ রেখা পাত্র প্রার্থী হয়েছে বিজেপির। তিনিই প্রথম শেখ শাহজাহান এবং তার বাহিনীর বিরুদ্ধে মুখ খোলেন। এবার মুখ খুললেন আরো এক মহিলা।
ওই মহিলার নাম অর্চনা। তাঁর দাবি রেখার বিরুদ্ধে তাঁকেই প্রার্থী বানাতে চেয়েছিল তৃণমূল। ২০ লক্ষ টাকার প্রস্তাবও দেওয়া হয় বলে দাবি অর্চনার।
/anm-bengali/media/post_attachments/bc07410298bf16f14a188f432c1cee051985bbae7cfe4c933396e38e6b21d0e8.webp)