'স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে লড়াই', মহা সমাবেশের আগে টুইট অভিষেকের

২১-শে জুলাইয়ে তৃণমূল কংগ্রেসের (TMC) সমাবেশকে ঘিরে মানুষের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে। বিশেষ করে তৃণমূলের কর্মী, সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে রয়েছে।

author-image
SWETA MITRA
New Update
abhishek banerjee.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ২১শে জুলাইয়ের সমাবেশকে নিয়ে আজ শুক্রবার টুইট করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি টুইট বার্তায় লেখেন, ‘শহিদদিবস, স্থিতিস্থাপকতারএকটিদিন, আমাদেরহৃদয়েঅগণিতআবেগজাগিয়েতোলে! স্বৈরাচারীশক্তিরবিরুদ্ধেলড়াইকরতেগিয়েএবংগণতান্ত্রিকমূল্যবোধকেসমুন্নতরাখতেগিয়েজীবনউৎসর্গকারী১৩জনবীরশহীদেরপ্রতিআজশ্রদ্ধাজানাচ্ছেবাংলা।অনুপ্রাণিতহয়েআমিএকটিন্যায়সঙ্গতসমাজেরজন্যকাজকরেযাবো।‘