New Update
/anm-bengali/media/media_files/NRwY3keTSRYTEi7PWAGF.jpg)
নিজস্ব সংবাদদাতা: সওকত মোল্লার পুলিশকে ধমক। তৃণমূল বিধায়কের পুলিশকে ধমকের ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখতে পাওয়া গিয়েছে, সওকত মোল্লা বলছেন, 'কে কাকে অ্যারেস্ট করবে। একবার অ্যারেস্ট করে দেখুক পুলিশ' বাজি ফাটাতে নিষেধ করার পুলিশকে হুমকি সওকত মোল্লার। ভাঙরের এমএলএ কাপের উদ্বোধনে এই ঘটনা ঘটে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us