পুলিশকে হুমকি খোদ তৃণমূল বিধায়কের, ভাউরাল ভিডিও

পুলিশকে হুমকি দিল খোদ তৃণমূল বিধায়ক। বাজি ফাটাতে নিষেধ করেছিল পুলিশ। তাতেই বিধায়কের রোষের মুখে পড়তে হয়। সওকত মোল্লার পুলিশকে হুমকির ভিডিও ইতিমধ্যে ভাইরাল রয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
efit police .jpg

নিজস্ব সংবাদদাতা: সওকত মোল্লার পুলিশকে ধমক। তৃণমূল বিধায়কের পুলিশকে ধমকের ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখতে পাওয়া গিয়েছে, সওকত মোল্লা বলছেন, 'কে কাকে অ্যারেস্ট করবে। একবার অ্যারেস্ট করে দেখুক পুলিশ' বাজি ফাটাতে নিষেধ করার পুলিশকে হুমকি সওকত মোল্লার। ভাঙরের এমএলএ কাপের উদ্বোধনে এই ঘটনা ঘটে।