West Bengal: পঞ্চায়েত ভোটের পরেই বন্ধ হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার?

তৃণমূল সরকারের অন্যতম জনপ্রিয় এবং জনগণের মধ্যে সাড়া জাগানো প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার। এবার এই প্রকল্পকে ঘিরে এক তৃণমূল বিধায়কের বক্তব্যে শুরু হয়েছে বিতর্ক।

author-image
Anusmita Bhattacharya
New Update
mamatalakkhi

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: আর কয়েকদিন পরেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তার আগে বিভিন্ন বিষয় নিয়ে বাকবিতর্ক চলছে শাসক এবং বিরোধী শিবিরের মধ্যে। এবার ভোটের ক্ষেত্রে বড় ইস্যু হতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার। শাসক ও বিরোধী উভয় পক্ষের মুখেই ভোটের আগে বার বার এই প্রসঙ্গেই শোনা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের কথা।

'পঞ্চায়েতে বিরোধীরা জিতলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে'। বিধায়ক গৌতম পালের মন্তব্য ঘিরেই জোর বিতর্ক শুরু হয়েছে করণদিঘিতে। লক্ষ্মীর ভাণ্ডারকে নিয়ে ভোটারদের হুঁশিয়ারি দিতে শোনা গেল উত্তর দিনাজপুরের করণদিঘির তৃণমূল বিধায়ক গৌতম পালকে। তিনি নাকি বলছেন তৃণমূলকে ভোট না দিলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। এই সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই আলোচনায় ওই বিধায়ক। তিনি বলেন, 'একটা ভোটও নির্দল আর জোটকে দেবেন না। সিপিএম কংগ্রেসকে ভোট দেবেন না। কারণ তাদের ভোট দিলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে'। বিধায়কের বক্তব্য অনুযায়ী তৃণমূল কংগ্রেস না থাকলে লক্ষ্মীর ভাণ্ডারও থাকবে না। এই নিয়ে কটাক্ষ করলেন বিজেপির সাংসদ দেবশ্রী চৌধুরী। তিনি দাবি করেন যে কোনও জনপ্রতিনিধি এভাবে বলতে পারে না যে কোনও সরকারি প্রকল্প চলবে কি চলবে না। দাবি করেন যে তৃণমূল সরকার লক্ষ্মীর ভাণ্ডার চালাতে পারছে না।