জুনিয়র চিকিৎসকরা শুধু নিজেদের স্বার্থ দেখছেন! হুমকি তৃণমূল বিধায়কের

জুনিয়র চিকিৎসকদের আক্রমণ তৃণমূল বিধায়ক।

author-image
Tamalika Chakraborty
New Update
d

নিজস্বস সংবাদদাতা: এবার আন্দোলনরত জুনিয় চিকিৎসকদের সরাসরি হুমকি দিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। ভরতপুরের বিধায়ক কার্যত হুমকির সুরে বলেন, আন্দোলনকারী চিকিৎসকরা শুধু নিজেদের স্বার্থ দেখছেন। মানুষের স্বার্থ দেখছেন না। আমারও এবার মানুষের স্বার্থে রাস্তায় নামবো।  তিনি বলেন, চিকিৎসকরা সরকারি ভাতা-বেতন নিচ্ছেন, মানুষকে পরিষেবা দেওয়া তাঁদের দায়িত্ব। সরাসরি বেতন বন্ধ করে দেওয়ার হুমকি দেন তৃণমূল বিধায়ক।  একজনকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তার বিচার আমরাও চাই। কিন্তু দিনের পর দিন পরিষেবা বন্ধ করলে প্রতিরোধের অধিকার আমাদেরও আছে।  সাধারণ মানুষ মরছে। চিকিৎসকরা সুরক্ষিত থাকবেন কেন?  চিকিৎসকদের ঘেরাওয়ের অধিকার সংবিধান আমাদেরও দিয়েছে।

humayun kabir .jpg

মঙ্গলবার থেকে স্বাস্থ্যভবনের সামনে ধর্নায় বসেছেন জুনিয়র চিকিৎসকরা। বুধবার মিছিল করে জুনিয়র চিকিৎসকদের কাছে যান রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সিনিয়র চিকিৎসকরা।  অন্যদিকে, আরজি কর ঘটনায় উত্তপ্ত পরিবেশের কারণে শেষ মুহূর্তে শেষমুহূর্তে পিছিয়ে গেল নবান্নে স্বাস্থ্য বৈঠক। মেডিক্যাল কলেজ, সিএমওএইচদের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল। জেলা শাসক, পুলিশ সুপারদেরও এই বৈঠকে থাকার কথা ছিল। 

আলোচনা চেয়ে  বার্তা পাঠিয়েছিল নবান্ন। নবান্ন থেকে মুখ্যসচিবের তরফে  আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের কাছে চিঠি যায়। সেই চিঠির প্রেক্ষিতে চারটে শর্ত রাখলেন আন্দোলনকারী চিকিৎসকরা।  আন্দোলনকারী চিকিৎসকরা জানিয়েছেন,  নবান্নের বৈঠকে অন্তত ৩০জন প্রতিনিধিকে যেতে দিতে হবে, পুরো বৈঠকের সরাসরি সম্প্রচার করতে হবে, শুধু ৫ দফা দাবি নিয়েই আলোচনা করতে হবে এবং সর্বশেষ শর্ত হল পুরো বৈঠক করতে হবে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে।