/anm-bengali/media/media_files/AoqMwv3HFGuAEcZvCJ7P.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ তৃণমূল আর ‘সর্বভারতীয়’ নয়। আঞ্চলিক দল হিসেবেই তৃণমূলের নাম উল্লেখ করা হবে এবার থেকে। জল্পনা ছিল আগেই। সোমবার সেই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। যে যে শর্ত পূরণ করলে জাতীয় দলের তকমা পাওয়া যায়, তা না থাকাতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। কমিশনের সেই বিজ্ঞপ্তি সামনে আসার পরই ক্ষোভ প্রকাশ করল তৃণমূল শিবির। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। দিল্লির মসনদে প্রাসঙ্গিকতা বাড়াতে সর্বোতভাবে চেষ্টা করছে ঘাসফুল শিবির। সেই আবহে তৃণমূলের এই তকমা হারানো, অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনীতির কারবারিরা। কমিশন এই কাজ উদ্দেশ্যপ্রণোদিত করেছে বলে মন্তব্য করে দলের সাংসদ সৌগত রায় জানিয়েছেন, তৃণমূল আইনি পথে লড়াই করবে। সৌগত রায় জানিয়েছেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে সঙ্গে কথা বলবেন। আগামিদিনে কী পদক্ষেপ করা হবে, সে ব্যাপারে তাঁর সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হবে। এদিন কমিশনের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ প্রকাশ করে সৌগত রায় বলেন, ‘সুপ্রিম কোর্টও বলে দিয়েছে যে নির্বাচন কমিশন কীভাবে চলছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজ করেছে কমিশন। যা যা তথ্য দেওয়ার, সব দেওয়া হয়েছিল। তাও জাতীয় দলের তকমা বাতিল করেছে। যা যা করার আগামীদিনে দেখতে পাবেন।’
#WATCH | Kolkata, West Bengal | Trinamool Congress has overcome many obstacles, we will overcome this too. We will continue to do what we have to do, it will not make any difference: TMC MP Saugata Roy on ECI withdrawing national party status of Trinamool Congress pic.twitter.com/ufQaZg4qR4
— ANI (@ANI) April 10, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us