জয় শ্রী রাম নয় আমরা বলি 'জয় সিয়ারাম' ! বড় বক্তব্য রাখলেন শশী পাঁজা

রাম নবমী প্রসঙ্গে কি বললেন তৃণমূল নেত্রী শশী পাঁজা ?

author-image
Debjit Biswas
New Update
SASHI PANJA

নিজস্ব সংবাদদাতা : এবার রাম নবমী প্রসঙ্গে বড় বক্তব্য রাখলেন তৃণমূল কংগ্রেস নেত্রী শশী পাঁজা। তিনি বলেন, "আজ ভগবান রামের জন্মদিন, আমরা বলি ‘জয় সিয়ারাম’। আমরা মা সীতা ও ভগবান রামের পূজা করেছি। এর সঙ্গে বিজেপি বা তৃণমূলের কোনও সম্পর্ক নেই। রাজনীতির প্রশ্নই বা এখানে কেন আসবে?"

SASHI PANJA

এরপর তিনি বলেন, “বিজেপি যে পরিবেশ তৈরি করার চেষ্টা করছে তা ভুল। মন্দিরে এসে সাধারণ মানুষের মতোই পুজো করুন, আপনাকে কে আটকাচ্ছে ?”