/anm-bengali/media/media_files/FADHqs7GNwg6Qzzw8Cay.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার প্রচারকারীদের তালিকায় তাঁর নাম রেখেছিল তৃণমূল। কিন্তু মায়ের শরীর খারাপ জানিয়ে পঞ্চায়েত ভোটের প্রচার থেকে সরে গেলেন অভিনেত্রী এবং যুব সভানেত্রী সায়নী ঘোষ। সকালে তালিকায় তাঁর নাম থাকার পর অনেকেই কৌতূহলী হয়েছিলেন সায়নী প্রচারে গিয়ে কী বলেন সেটা জানার জন্য। কিন্তু দুপুরের আগে সায়নী জানিয়ে দেন যে মায়ের অসুস্থতার কারণে প্রচারে যেতে পারবেন না। এবার প্রশ্ন উঠছে যে বুধবার ইডির দফতরে সায়নী যাবেন কি?
ইডি জানিয়েছে যে সায়নীকে সংস্থা ডেকেছে কিছু নথিপত্র সংক্রান্ত প্রশ্ন করতে। ‘অভিযুক্ত’ হিসেবে ডাকা হয়নি তাঁকে। বুধবার কিছু নথিপত্র নিয়ে যেতে হবে তাঁকে। এবার সায়নী নিজে নথি নিয়ে যাবেন নাকি তাঁর আইনজীবী মারফত নথি পাঠাবেন, তা মঙ্গলবার পর্যন্ত স্পষ্ট নয়। তবে ইডির আধিকারিকরা জানান যে সায়নী নিজে না আসতে পারলে সেটি লিখিতভাবে সংস্থাকে জানাতে পারেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us