New Update
/anm-bengali/media/media_files/FADHqs7GNwg6Qzzw8Cay.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সেই মঞ্চ থেকে কেন্দ্রের বিজেপি সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। বললেন, 'বিজেপির ৯ বছরের শাসনকালে গরিব আরো গরীব হয়েছে। বড়লোক ও ধনীদের প্রাচুর্য আরো বেড়েছে। যে নরেন্দ্র মোদীকে মানুষ বিশ্বাস করে ভোট দিয়েছিলেন তিনি তা রাখতে পারেননি। ইনি আমাদের প্রধানমন্ত্রী নয়। আমি বলতে বাধ্য হচ্ছি এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয়'।
/anm-bengali/media/media_files/jVPyQ9hjspKvczWuO0m9.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us