New Update
/anm-bengali/media/media_files/NDlaST69pfTnmw4xH6h1.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ফের একবার বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhiikari)-কে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি শুভেন্দু অধিকারীকে বদ্ধ পাগল বললেন। শুভেন্দু অধিকারী সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ‘এই যে ডিসেম্বর মাসে আজকে দাঁড়িয়ে আছেন শীত লাগছে? আমার তো গরম লাগছে। এর জন্য দায়ী টিএমসি (TMC)।‘ এরপরেই কুণাল ঘোষ এক টুইট বার্তায় বলেন, ‘বদ্ধ পাগল। মাথার চিকিৎসা জরুরী।‘
বদ্ধ পাগল। মাথার চিকিৎসা জরুরী। pic.twitter.com/90ehce9BtM
— Kunal Ghosh (@KunalGhoshAgain) December 23, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us