শোকসভা শুরু করেছে বিরোধীরা, কটাক্ষ কুণাল ঘোষের

গতকাল বুধবার রাজ্য ইলেকশন কমিশনের নয়া কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার রাজীব সিনহা। এরপরেই আজ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের আসন্ন পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট প্রকাশ করলেন রাজীব সিনহা।

author-image
SWETA MITRA
New Update
kunal ghosh.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023) নিয়ে বিজেপি সহ বিরোধী দলের নেতাদের প্রতিক্রিয়া ইস্যুতে এবার সরব হলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি আজ বৃহস্পতিবার এক টুইট বার্তায় লেখেন,  ২০২১, করোনারমধ্যেকেন্দ্রেরনির্বাচনকেব্যবহারকরেআটদফায়ভোট, সংক্রমণ, কেন্দ্রীয়বাহিনী, ইচ্ছেমতঅফিসারবদলি, তারপরেওহার, ভুলেগেলেবিজেপি (BJP)? শূন্যপেয়েছিল, ভুলেগেলকংগ্রেস(Congress), সিপিএম (CPM)? আজনিজেরাভোটেপ্রস্তুতনয়, এখনশোকসভাশুরুকরেছে।