/anm-bengali/media/media_files/wzLgO1JYmEjDLTJFGig8.jpg)
নিজস্বপ্রতিনিধিঃ পঞ্চায়েতভোটে (Panchayat Vote 2023) একাধিক জায়গায় তৃণমূলের জয়প্রসঙ্গেএএনএমনিউজেরসঙ্গেকথাবললেনতৃণমূলের কাউন্সিলর অসীমবসু। তিনি বলেন, ‘এটা হওয়ারই ছিল। আসলে বিরোধীরা পঞ্চায়েত ভোটের সময় থেকেই বলার চেষ্টা করছিল যে পশ্চিমবঙ্গ গণতন্ত্রহীন হয়ে গেছে এবং এখানে মানুষের ওপর অত্যাচার করা হচ্ছে, বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে। কিন্তু শেষ অবধি দেখাই গেল কার অবস্থান কোথায়। ৩৬৫ দিন মানুষের পাশে থাকার অঙ্গীকার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষ বুঝেছে যে কে আছে তাঁদের সঙ্গে। সেই বুঝে মানুষ ভোট দিয়েছেন।‘
২০২৪ সালের লোকসভা ভোটে এই পঞ্চায়েত ভোটের ফলাফল কী প্রভাব ফেলবে? এই প্রসঙ্গে তৃণমূল কাউন্সিলর জানান, ‘আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে এই পঞ্চায়েত ভোটের ফলাফল আমাদের আরও বেশি উৎসাহিত করল। আরও বেশি করে মানুষের হয়ে কাজ করতে আমাদের উদ্বুদ্ধ করল। কোন কাজটা করলে মানুষের ভালো হয় সেই কাজ করা উচিৎ। আমাদের লক্ষ্যই হল দিল্লির মসনদে যারা বসে আছেন তাঁদের ক্ষমতাচ্যুত করা।‘
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us