২ দিনে ২ বাঘিনীর মৃত্যু! আলিপুর চিড়িয়াখানায় চাঞ্চল্য

কেন মারা গেল ২ বাঘিনী?

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
WhatsApp Image 2025-09-11 at 1.32.00 PM

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আলিপুর চিড়িয়াখানায় মঙ্গলবার ও বুধবার ২ দিনে ২ বাঘিনীর মৃত্যু হল। মঙ্গলবার মৃত্যু হয় বাঘিনী পায়েলের। পায়েলের গায়ে হলুদ-কালো ডোরাকাটা ছিল। পায়েলকে বাইরে থেকে আনা হয়। বয়স ছিল ১৭ বছর। অন্যদিকে আরও যে বাঘিনীর মৃত্যু হল গতকাল তার নাম রূপা। রূপার বয়স ২১ বছর। রূপার জন্ম হয় এখানেই। রূপা সাদা বাঘ ছিল।

৩ জন পশু চিকিৎসকদের দল গঠন করা হয়েছে। তারা ময়নাতদন্ত করবেন ও খতিয়ে দেখবেন কি কারণে মৃত্যু হল পরপর। সূত্রের খবর, বয়স হয়েছিল বলেই স্বাভাবিক নিয়মে হয়েছে মৃত্যু। তদন্ত করে দেখছে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। পায়েলকে আনা হয় ২০১৬ সালে ওড়িশার নন্দন কানন থেকে। রূপার জন্ম হয় ২০০৪ সালে। বাবার নাম অনির্বাণ আর তার মায়ের নাম কৃষ্ণ।

Screenshot 2025-09-11 131851