এই হলো বামেদের ‘শ্রমিকবান্ধব’ ভাবনা!- এবার বললেন বঙ্গ বিজেপি নেতা তরুণজ্যোতি- কি বললেন?

কি বললেন তরুণজ্যোতি?

author-image
Aniket
New Update
tarunjyotir1.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: এবার ডিএ ইস্যুতে তৃণমূল ও বামকে একসাথে নিশানা করলেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। তিনি বলেছেন, 

"পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা এখনও ১৮% DA পান,
আর কেন্দ্রীয় হারে DA এখন ৫৫%+!

২০১১ সালে মমতা বলেছিলেন—
"সরকারি কর্মচারীরা পাবেন কেন্দ্রীয় হারে DA!"
কিন্তু ১৪ বছর পরেও?
DA = ১৮%
বাকি ৩৭% গেল কোথায় দিদি?

কেরালার বাম সরকার তো আরও ‘মহান’ — DA মাত্র ১৫%!
এই হলো বামেদের ‘শ্রমিকবান্ধব’ ভাবনা!

এদিকে বিজেপি শাসিত রাজ্যগুলো কী দিচ্ছে দেখে নিন:

মধ্যপ্রদেশ – ৫৮%

ঝাড়খন্ড, হরিয়ানা, জম্মু-কাশ্মীর, মধ্যপ্রদেশ, আসাম, রাজস্থান, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, গোয়া,  – ৫৫%

মহারাষ্ট্র – 455%

গুজরাত – ৫৩%

৫০ শতাংশ বা ৪০ % উপর যেগুলো আছে সেগুলোর কথা উল্লেখ করলাম না আলাদা করে।।

এগুলোই বাস্তব উন্নয়নের নমুনা।

তাহলে প্রশ্ন উঠেই যায় —
আপনারা এখনও তৃণমূল বা বামফ্রন্টকে সমর্থন করেন কীভাবে?
নিজের প্রাপ্য DA না পেয়ে, শুধু "ভয়", "গুজব" আর "দিদির মায়া"য়?

যদি তাই হয়, তাহলে আপনারা সত্যিই মহান!
নিজের পকেট কেটে চোরদের ভোট দেওয়ার সাহস সবার থাকে না!"

tarunjyoti

তরুণজ্যোতি তিওয়ারির এই ট্যুইট ঘিরে শোরগোল শুরু হয়েছে।