'কিসের এত ভয় ? কেন সন্দীপকে ঝেড়ে ফেলতে পারছেন না ?'

সন্দীপ ঘোষকে নিয়ে এবার খোঁচা।

author-image
Anusmita Bhattacharya
New Update
mamata37angry

নিজস্ব সংবাদদাতা: আজ তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটে চলা আন্দোলন ও আর জি করের বিচার নিয়ে মুখ খোলেন। এই নিয়ে পাল্টা দিলেন বিজেপি নেতা তথাগত রায়। 

tathagata roy

এই নেতা লেখেন, 'ভারতবর্ষে তো আঞ্চলিক দলের  অভাব নেই ! কিন্তু মমতার মত অন্য রাজ্যের প্রসঙ্গ টেনে এনে অনধিকার চর্চা কেউ করে না।
ওঁর প্রাণে সুপ্ত বাসনা ছিল ভারতের প্রধানমন্ত্রী হবেন। তা পারবেন না বুঝে এই অক্ষমের চিৎকার। কিন্তু আজকে TMCP-র সভায় ওঁর আর্তনাদ শুনে মনে হল এর মধ্যে একটু panic মিশে গেছে !'

mam2

এরপরেই তার প্রশ্ন, 'কিসের এত ভয় ? কেন সন্দীপকে ঝেড়ে ফেলতে পারছেন না ?'

mam3